বরুড়া (কুমিল্লা)প্রতিনিধিঃ– বরুড়ার পয়ালগাছা ইউনিয়নের দুঘুই গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ কারী দুঘুই গ্রামের রুহুল আমিনের স্ত্রী সাজেদা বেগম বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে বলেন, তাঁর প্রতিবেশী মোহাম্মদ আলী,আবদুল মান্নান উভয় পিতা মৃত আনসর আলী,আবদুর রশিদ ও মনোহর আলী উভয় পিতা মৃত আক্রম আলী সহ তাদের পরিবারের অন্যান্যে সদস্যরা মিলে গত ২১ শে জুন মঙ্গলবার আনুমানিক সকাল আটটার দিকে আপোষ বন্টনের মাধ্যমে পঞ্চাশ বছর আগে মিমাংসাশীত ফসলি জমিতে গিয়ে জোড়পূর্বক আইল দেওয়ার চেষ্টা করে। অভিযোক্তরা প্রত্যেকেই সম্পর্কে তাঁর ভাসুর, দেবর ও তাদের ছেলে। জমিতে আইল দেওয়ার সময় বাধা দিতে গেলে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে। এ সময় সাজেদা বেগম তার পরিবারের নিরাপত্তা ও এই বিষয়ের সুষ্ঠু মীমাংসা ও প্রতিনিয়ত তাদের উপর হয়রানি থেকে রক্ষার জন্য কতৃপক্ষের নিকট আবেদন জানান।