চট্টগ্রাম,প্রতিনিধি
চট্টগ্রামে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ রাঙ্গামাটি অফিসের ইনচার্জ মোঃ আব্দুস ছালামের মৃত্যতে তার নমিনীর হাতে কোম্পানীর গ্রুপ বিমার ১৪ লখ টাকার চেক হস্থান্তর করেন।
রবিবার (২১ জুন) নগরীর জিইসি মোড় হোটেল জামানে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার এ সময় উপস্থিত ছিলেন কোং মহা ব্যাবস্থাপনা পরিচালক জনাব গৌতম কুমার চৌধুরী, জি এম, মোঃ জাবেদ হোসেন, সরন কুমার ভট্টাচার্য, সৈকত বড়ুয়া,মৃদুল কান্তি মল্লিক,পলাস ধর মোঃ বিল্লাল হোসেন বিলাল, মোঃ ইলিয়াস,নারয়ন বাবু,মুরআলী বাবু সহ প্রমুখ।