নিউজ ডেস্ক :
বিগত ৫জুন তারিখে “কৌশল পাল্টে সাগর থেকে চুরি হচ্ছে তেল, চট্টগ্রামে লাগাম এখান হারুন সেন্ডিকেটের হাতেই” শীর্ষক শিরোনামে চট্টগ্রাম প্রতিদিন নামক একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তানিশা এন্টারপ্রাইজ ।
উক্ত সংবাদে প্রতিষ্ঠানের কারো বক্তব্য সত্যতা না জেনে মিথ্যা-ভীতি প্রদর্শক ও আক্রমনাক্ত, মানহানীকর ভাষা ব্যবহার করে সংবাদ প্রকাশ করায় গত ০৭জুন বিজ্ঞ আইনজীবী মারফতে প্রকাশিত ঐ সংবাদের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন তানিশা এন্টারপ্রাইজের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-রাজনৈতিক মোঃ হারুন উর রশিদ।
তিনি আরো প্রতিবাদ করেন যে, উক্ত সংবাদে পূর্ব অনুমতি না নিয়ে তার ছবি ও নাম ব্যবহার করা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন ঐ সংবাদের প্রতিবেদক/ রিপোর্টার।
বিজ্ঞ আইনজীবীদ্বারা এক আইনী নোটিশে তানিশা এন্টারপ্রাইজ জানাচ্ছেন যে, কোন পূর্ব শত্রুতার জেরে ও অনৈতিক লাভের ইচ্ছায় ক্ষোভের বহি:প্রকাশে বনোয়াট, মিথ্যা -ভিত্তিহীন ঐ সংবাদ প্রচার করে প্রতিষ্ঠানের তথা হারুন কে হেনস্থা করতে চাচ্ছেন।
তাই,প্রতিষ্ঠানটির পক্ষে বিজ্ঞ আইনজীবী মোঃ সুমন মিয়া উক্ত সংবাদের সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে কারণ দর্শীয় একটি ডাকপত্র পাঠিয়ে সর্তক ও আইনের প্রতিশ্রদ্ধাশীল এবং পেশাগত কাজের প্রতি আরো যত্নবান হবার অনুরোধ জানিয়েছেন।
এছাড়া প্রকাশিত ঐ দিনের(০৫/০৬/২২ইং) সহ আরো কোন মিথ্যাচার-বানোয়াট সংবাদ প্রত্যাহার/প্রচার বন্ধ করতে বিশেষ অনুরোধ জানায়্। অন্যতাই জড়িতদের ব্যাপারে আইনী ব্যবস্থা নিবেন বলে প্রেরিত নোটিশটিতে উল্লেখ্য করেন।