মোঃ হেলাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উপলক্ষে বিএনপির ২৯ তম প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (০৩ জুন) বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি নাসিম ভবনে জাতীয়তাবাদী শ্রমিকদলের উপলক্ষে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ্ বাহারের সঞ্চালনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সভাপতি এম এ নাজিম উদ্দীনের সভাপতিত্বে .প্রধান অতিথি হিসেবে উপস্তিথ ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, শ্রমিকদলের প্রধান উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খাঁন ও প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ডাঃশাহাদাৎ হোসেন বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাসেম বক্কর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জনাব আবু সুফিয়ান , সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা মোঃইব্রাহিম ফরাজি সহ বিএনপি ও শ্রমিক দলের সাংগঠনিক নেতাকর্মীরা।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মী সমার্থকদের মিথ্যা মামলা ও হামলা করে। এবং সাধারণ মানুষের সাথে জুলুম চালায় তাই সরকারের উপরে জনগনের আস্তা উঠে গেছে তাই সরকারের পরিবর্তন সময়ের ব্যাপার মাত্র।