মোঃ হেলাল উদ্দিন , নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও প্রফেসর নেছার উদ্দিন, আবদুস সালাম। চট্টগ্রাম মহানগর এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বিএনপি জামাতের দোসরেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা কে হত্যার হুমকি দিয়েছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে তারা বিএনপি-জামায়াতকে প্রতিহত করার জন্য সর্বদা মাঠে তৎপর আছি। পরে প্রতিবাদ সমাবেশের শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।