নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম শাখা এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) সকল ১০ ঘটিকায় দি কিং অব চিটাগাং পাচঁলাইচ চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর এর আহবায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু এর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন খোকা এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
সম্মেললনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রীলঙ্কায় দুর্ভিক্ষ হয়েছে আর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিএনপি ২০০৯ সাল থেকে আওয়ামীলীগ সরকারকে পতন ঘটনানোর হুমকি ধমকি দিয়েও কোন লাভ হচ্ছেনা । বরং যতই হুমকি দেয় ততই মেয়াদ বাড়ে আওয়ামীলীগ সরকারের। ২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আওয়ামীলীগ বললেন তিনি।
আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যতই বিএনপি ষড়যন্ত্র করুক না কেন নির্বাচন হাছিনা সরকারের অধীনে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, মাহাতাব উদ্দিন চৌধুরী, আ জ ম নাসির উদ্দিন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এম রেজাউল করিম চৌধুরী, এম আব্দুল লতিফ এমপি সহ চট্টগ্রাম মহানগর অন্যান্য নেতৃবৃন্দ।