এম সফিকুল ইসলাম :
চরফ্যাসন ও মনপুরার গণমানুষের প্রিয় নেতা, বঞ্চিত নিপীড়িত মানুষের আশার বাতিঘর জনাব আবদুল্লাহ আল ইসলাম এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায়
বঙ্গোপসাগরে উপকূলবর্তী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার সাথে রাজধানী ঢাকা (রামনেওয়াজ টু নোয়াখালী চেয়ারম্যান ঘাট) এবং ভোলা জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ফেরী চালু করণের লক্ষ্যে প্রস্তাবিত মনপুরা ফেরীঘাট পরিদর্শন এবং সুধী সমাবেশে বক্তব্য প্রদান করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, কমডোর গোলাম সাদেক মহোদয় ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব আহমদ শামীম আল রাজী মহোদয়
এবং সংলিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস শেলিনা আক্তার চৌধুরী ও মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ফেরি চালু হলে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজের জন্মস্থান মনপুরাতে অতি সহজে এবং অল্প সময়ে যাতায়াত করতে পারবে এবং ব্যবসায়ী মালামাল আনা-নেওয়ার দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি ভ্রমণ পিপাসুরা সহজে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মনপুরা ভ্রমণ করতে পারবে।
মনপুরাকে উন্নত, আধুনিক, নিরাপদ, নান্দনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়।