অনলাইন নিউজ ডেস্ক :
চট্টগ্রাম মহানগর বিএনপি শাখার সাংগঠনিক পূনর্গঠন করার লক্ষ্যে ৩৯নং ওয়ার্ডে (এ বি সি ইউনিট) সদস্য সংগ্রহের ফরম পূরণের উদ্বোধনী অনুষ্ঠান :
অদ্য ২২/০৫/২০২২ খ্রিঃ দুপুর ১৫ঃ০০ ঘটিকা হইতে বিকাল ১৬ঃ৩০ ঘটিকা পর্যন্ত।
ইপিজেড থানাধীন আহম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নিউমুরিং এ বন্দর, ইপিজেড, পতেঙ্গা, চট্টগ্রাম মহানগর বি এন পি ‘র শাখার সাংগঠনিক পূর্ণগঠন টিম এর আহবায়ক এরশাদ উল্যা এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য হাজী মো : মজিবুল এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ৩৯ নং ওয়ার্ড বি এন পি ‘র সহ সাংগঠনিক সম্পাদক মীর ইফতেখার হোসাইন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির সদস্য সংগ্রহে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন
(০১) জনাব এরশাদ উল্লাহ (আহবায়ক) চট্টগ্রাম মহানগর বি এন পি শাখার সাংগঠনিক পূর্ণগঠন টিম।
(০২) জনাব নিয়াজ মোহাম্মদ খানঁ (সদস্য)
বন্দর, ইপিজেড, পতেঙ্গা, চট্টগ্রাম মহানগর বি এন পি ‘র শাখার সাংগঠনিক পূর্ণগঠন টিম এর
(০৩) মোঃ মুজিবুল হক (সদস্য )
বন্দর, ইপিজেড, পতেঙ্গা, চট্টগ্রাম মহানগর বি এন পি ‘র শাখার সাংগঠনিক পূর্ণগঠন টিম এর
(০৪) জনাব মোহাম্মদ আবু সালেহ সাবেক বি এন পি নেতা ইপিজেড থানা।
(০৫) জনাব সরফরাজ কাদের রাসেল ( সভাপতি) ইপিজেড থানা বি এন পি
(০৬) জনাব জাবেদ আনছারী সিনিয়র সহ-সভাপতি ইপিজেড থানা বি এন পি
(০৭) জনাব আশরাফ উদ্দিন (সভাপতি) ৩৯ নং ওয়ার্ড বি এন পি
(০৮) জনাব মজিবর রহমান মহাসচিব ৩৯ নং ওয়ার্ড বি এন পি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
ইপিজেড থানা যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, আইয়ুব খান সি : সহ সভাপতি ৩৯ নং ওয়ার্ড, আবু তালেব সাকিব যুগ্ম সম্পাদক ইপিজেড থানা, মঞ্জুর আলম সিনিয়র যুগ্ম সম্পাদক ৩৯ নং ওয়ার্ড,মীর ইফতেখার হোসাইন সহ সাংগঠনিক, সম্পাদক ৩৯ নং ওয়ার্ড বি এন পি, মিজানুর রহমান পারুল যুগ্ম সম্পাদক, মো : নওশাদ ছাত্র বিষয়ক সম্পাদক।
উক্ত অনুষ্ঠানে অন্যান্য বি এন পি ‘র নেতা কর্মী উপস্থিত ছিলেন এবং বাদ পড়া নেতা কর্মীগণ সদস্য ফরম ফিলাব করেন।
উল্লেখ্য যে জাতীয়তাবাদী দল (বি এন পি) সদস্য সংগ্রহ ফরম বিতরণের কার্যক্রম চলমান থাকবে মর্মে জানা যায়।