মোঃজাহিদুল ইসলাম, চট্রগ্রাম
বন্দর কলসী দীঘির পাড় ধুমপাড়া এলাকায় অদ্য ১৮/৫/২০২২ ইং ১১.২০ ঘটিকায় রেলবিট মার্কেটের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারের জ্বলন্ত চুলার আগুন ধেয়ে আসে পাশে থাকা দোকান মালিক মোঃ রিপনের গ্যাস সিলিন্ডার ও ফ্রিজের দোকানে।তার দোকানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার থাকায় খুব অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় অগ্নিকান্ডের সুত্রপাত হয়।ফায়ার সার্ভিসের তিন ঝুনের ১১টি ইউনিট ও উপস্থিত থাকা জনগণের যৌথ প্রচেষ্টায় ১৩.২০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
২টি ওয়াল্টন শোরুম ১টি জুয়েলার্সের দোকানসহ প্রায় অগ্নিকান্ডে ৮০থেকে ৯০ টি দোকান মালামালসহ আগুনে পুরে কয়লা হয়ে যায়।
ক্ষতির পরিমান প্রায় ৩ তিন কোটি টাকার বেশি বলে ধারণা করেন স্থানীয় লোকজন । আগুনে দগ্ধ হয়ে দোকানে থাকা এক বৃদ্ধ লোকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।মৃত্য ব্যক্তির
নামঃ মোঃ আবদুল করিম হাওলাদা(১৩০)
পিং মৃত হাফেজ উদ্দিন হাওলাদার।
সাং দক্ষিণ আমতলী, হাওলাদার বাড়ী।
থানাঃ বামনা
জেলাঃ বরগুনা।
এ/পি ধুমপাড়া নাছির সাহেবের কলোনী।কলসী দীঘি পাড়, বন্দর, চট্টগ্রামে আসেন সুচিকিৎসার জন্য নিজ সন্তানের কাছে এসে এই মর্মান্তিক ঘটনা ঘটে।