আছমা আক্তার আখি–পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়ন সোনার বান গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সরকারি খাস জমি থেকে পাথর উত্তোলনের খবর পেয়ে ঘটনা স্থানে যাই।
এলাকাবাসীর কাছ থে কে জানা যায় ১ নং অমরখানা ইউনিয়নের সোনার বান এলাকার মৃত গনি মাস্টারের ছেলে আব্দুল হামিদ (৫০)ও মান্নান খায়ের ছেলে মোঃ করিম খা (৪৮)
আশ্রয়ণ প্রকল্পে থেকে অন্য আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাট করার কাজ পায়।
কিন্তু মাটি খনন করতে করতে সমতল ভুমির গভীরে গেলে পাথর বেরিয়ে আসে।
তারা পাথর দেখে লোভ সামলাতে না পেরে, পাথর উত্তোলন শুরু করে।
এ বিষয়ে স্থানীয়রা খবর দিলে আমি ঘটনাস্থলে যাই তথ্য সংগ্রহ করতে।
আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের সাথে কথা হলে তারা বলেন, এখান থেকে প্রায় ৪০ ট্রলি পাথর উত্তোলন করেছে আব্দুল হামিদ ও করিম খা সহ আরো কয়েক জন।
বলে বিভিন্ন মহলের লোকজন আসলে তাদেরকে ম্যানেজ করেই এসব পাথর উত্তোলন করেছিল।
এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোঃ আব্দুল রউফ (৭০), বাধা দিতে গেলে তাকে মারপিট করে হামিদ ও করিম খা। কিছু দিন আগে এই বিষয়ে মীমাংসার জন্য একটি বৈঠক ও হয়েছিলো।
এলাকাবাসীরা জানিয়েছেন এদের অত্যাচারে এলাকার অনেক মানুষ সব সময়ই আতঙ্কে থাকে।
তাছাড়া দূদিন আগে আব্দুল হামিদ এর ভাই মাদকসহ হাতেনাতে ডিবির হাতে গ্রেফতার হয়েছে তাকে ভ্রাম্যমাণ আদালত জেলহাজতে পাঠিয়েছে ।
আমি আছমা আক্তার আখি, দৈনিক ঢাকার ডাক পত্রিকা ও মুক্ত বাংলা টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছি।
আশ্রয়ণ প্রকল্পের তথ্য সংগ্রহ করায় আমাকে সহ আমার পরিবার কে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে হামিদ ও করিম।
এখন আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ বিষয়ে আমি ও আমার পরিবার প্রশাসনের দ্রুর্ত হস্তক্ষেপ কামনা করছি।