মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পীরগঞ্জ পৌর শাখা দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।
শনিবার ১৪ই মে পীরগঞ্জ পৌর বিএনপির উদ্দেগ্যে পীরগঞ্জ পৌরসভার পৌর অডিটোরিয়ামে পৌর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে রুহুল আমিন ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন ভোট পেয়েছে ২৫৫। সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রাজা ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম ১৭৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক পদে আরিফুরজ্জামান আরিফ ৪৩৯ ভোট পেয়ে নির্বাচত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন ফারুক ২১৭ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন মাঠে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।