শহীদুল হক – নিজস্ব প্রতিনিধি :
ফেনীর সদর, ধলিয়ার দৌলতপুর ঐতিহ্যবাহী ছালামতিয়া আলিম মাদ্রাসার, প্রাক্তন ছাএদের ঈদ পূনর্মিলনী ২০২২ইং, মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
অএ মাদ্রাসার গভণিং বডি সভাপতি, জনাব মাষ্টার জোবায়ের শাহ সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নাদেরুজ্জামন এর সঞ্চালনায় অনুষ্ঠিত, ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনাব, আলহাজ্ব বেলাল আহমেদ। চীপ এক্সিকিউটিভ এইচ ইউ ইন্টারন্যাশনাল ঢাকা।
এতে বিশেষ অতিথি ছিলেন, জনাব, আব্দুল মতিন ভুইয়া
এডভোকেট, বাংলাদেশ হাইকোর্ট ঢাকা
জনাব, দিদারুল আলম ভুইয়া
প্রোপাইটার, দিদার টাইলস্ এন্ড স্যানেটারী ফেনী।
এতে স্বাগত বক্তব্য রাখেন, অএ মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা বজলুল করিম
এতে সার্বিকভাবে সহযোগিতা ছিলেন, অএ মাদ্রাসার শিক্ষক ইয়াকুব ভুইয়া। এতে অএ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে, অএ মাদ্রাসার গভর্ণিং বডি সদস্য, মাদ্রাসার প্রাক্তন ছাএ, ও বতর্মান ছাত্র এবং অএ এলাকায় গর্নমান ব্যক্তি বর্গ গন।