বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন করব: মেয়র ডা. শাহাদাত লোহাগাড়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ১জন নিহত ও আহত ১ সুন্দরবন আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নতুন বছর উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মো আরিফুজ্জামান (সাগর) বিএনপি ও অঙ্গ সংগঠন এবং দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল মোস্তফা আমিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩৯নং ওয়ার্ড কমিটির অভিষেক ও শপথ গ্রহণ : চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাথে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফুলেল শুভেচছা বিনিময় অনুষ্ঠিত দারুল উলুম মাদরাসা হেফজখানার বার্ষিক সভা অনুষ্ঠিত গেরুয়া সন্ত্রাসীদের কোন ছাড় নয়: ববি হাজ্জাজ লোহাগাড়া উপজেলা বিএনপির অভিভাবকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কৃষক দল

ঈদকে ঘিরে ঠাকুরগাঁওয়ের সেমাই কারখানায় ব্যস্ত শ্রমিকরা | Manob Somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৫.৩২ এএম
  • ৩০৩ বার পঠিত

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রমজান ও ঈদকে ঘিরে ঠাকুরগাঁওয়ের সেমাই ও মুড়ি তৈরির কারখানাগুলো এখন সরগরম। করোনার পর পরিস্থিতি স্বাভাবিকে ফিরে আসায় মিল কারখানায় দিন রাত শ্রম দিয়ে বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন শ্রমিকরা। লাভবান মালিকরাও।
ঈদকে সামনে রেখে বাজারের চাহিদা পুরনে প্রতিদিনিই সদরের ডেইলি ফ্রেশ কারখানার শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে। তেলে ভাজা নানা রকমের সুস্বাদু সেমাই তৈরিতে একযোগে কাজ করছেন পুরুষ ও নারী শ্রমিকরা। এ কারখানাটিতে ব্যতিক্রম নানা আইটেমের লাচ্ছা সেমাই তৈরি করায় চাহিদাও বেড়েছে প্রচুর। বিএসটিআই অনুমোদনের পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও অন্যান্য কারখানার তুলনায় ভাল বলে দাবি স্থানীয়দের। ঈদ বাজার ধরতে ঠাকুরগাঁও জেলার প্রতিটি সেমাই কারখানাই এখন সরগরম।
পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকরাও সমান তালে কারখানায় সেমাই তৈরি ও প্যাকেটিংসহ বাজারজাতে প্রস্তুত করছেন। সেমাই কারখানাগুলোর সাথে তাল মিলিয়ে চলছে মুড়ি কারখানাগুলোও। মুড়ি ভাজার কাজে ব্যস্ত প্রশিক্ষিত শ্রমিকরাও।
করোনার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারখানার অস্বাভাবিক উৎপাদনে নিয়মিত কাজ পাওয়ায় খুশি মিল মালিক ও শ্রমিকরা। আর ব্যস্ততার এমন সুযোগ কাজে লাগিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সদরের বিসিকে অবস্থিত থ্রি স্টার, সত্যপীর ব্রীজ এলাকায় ইমরানসহ কিছু কিছু কারখানায় নোংরা তেলে সেমাই ভাজছেন। যা সামান্য বিষয় বলে মনে উড়িয়ে দেন সংশ্লিষ্টরা। তবে ইমরান বেকারির মত প্রতিষ্ঠিত কারখানায় নোংরা পরিবেশে সেমাই তৈরির বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন ভোক্তারা। অথচ নিঃসন্দেহে তাদের সেমাই সবচেয়ে বেশি ক্রয় করে থাকেন ভোক্তারা।
ডেইলি ফ্রেশ বেকারির প্রোপাইটর আশরাফুজ্জামান জানান, আমরা ভাল মানটিই ক্রেতাদের হাতে তুলে দিতে চাই। এ কারনে কারখানার পরিবেশ থেকে শুরু করে উৎপাদন ও মোরকজাত পর্যন্ত স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করি। বর্তমানে রং বেরংয়ের বিভিন্ন রকম লাচ্ছাসহ এবার চকলেট লাচ্ছা তৈরি করছি আমরা। আমাদের সেমাইয়ের মান ভাল বলেই দুর-দুরান্তের পাইকাররা ছুটে আসছেন।
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কথা স্বীকার করে থ্রি স্টার পাওয়ার মিলের প্রোপাইটর জাহাঙ্গীর খাঁন জানান, কারখানা চালাতে গেলে এমন থাকবেই। চেস্টা করছি ভালভাবে উৎপাদন করতে।
বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষের তথ্যমতে, জেলায় স্বাভাবিক সময়ে পনেরটি কারখানা চালু রেখে সেমাই ও মুড়ি তৈরিতে তিনশ শ্রমিক কাজ করলেও বর্তমানে চব্বিশটি কারখানায় প্রতিদিন সহশ্রাধিক শ্রমিক কাজ করছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলমান রয়েছে। নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনে অবশ্যই তাদের ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com