আছমা আক্তার আখি
পঞ্চগড় প্রতিনিধি ||
সরাদেশের নেয় পঞ্চগড়ে
ও প্রায় দুই বছর পর হতে জাচ্ছে ঈদের জামাত।করোনার কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে পঞ্চগড়ের কেন্দ্রীয় ঈদগাহ সহ বিভিন্ন ময়দানে।
এরই মধ্যে জামাতের জন্য ঈদগাহ মাঠ গুলো পরিষ্কার প্রস্তুতি শুরু করতে দেখা গেছে।সবখানেই চলছে প্যান্ডেল তৈরির কাজ। গতকাল দেখা গেছে রমজানের ২২ দিনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাঁশের স্তূপ, খোঁড়াখুঁড়ি ও বাঁশের খুটি বসানোর কাজ চলচ্ছে।
এরই মধ্যে মাঠের মঝ বরাবর উত্তর থেকে দক্ষিণ পাশ পর্যন্ত সবচেয়ে উঁচু বাশের খাটালসহ ( খুঁটিরসারি) পুরো মাঠ। জানা গেছে প্যান্ডেলের কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, আমরা ঠিকাদারের খাস শ্রমিক হিসেবে কাজ করি।
প্রতি বছরই প্যান্ডেল নির্মাণে আমরা থাকি। করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল।
এবার ঈদগাহ মাঠে কাজ করতে পেরে খুব খুশি লাগছে।
এবার আমরা অনেক শ্রমিক নিয়ে কাজ শুরু করেছি।২৫ রমজানের পর আরো শ্রমিক নেওয়া হতে পারে।
বিগত বছরগুলোর মধ্যে এবার কাজের চাপ অনেক বেশি।
এ বিষয়ে পঞ্চগড় পৌর আওয়ামী লীগে এর সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী আল তারিক, এর সাথে কথা হলে তিনি বলেন গত দু’বছর করণা মহামারীর কারণে আমরা কেউই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারিনি, আল্লাহর অশেষ মেহেরবানীতে আশা করা যায় এবার ঈদের জামাত আমরা সকলে মিলে ঈদগা মাঠের করতে পারো।
একই কথা বলেন পঞ্চগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ও পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান, সম্মানিত জনাব মোঃ আমিরুল ইসলাম।