মোঃ ইসরাফিল, নিজস্ব প্রতিবেদক:
চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে গরিব অসহায় মানুষের মধ্যে মাহে রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ করেন জাহানপুরের কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটির সহকারি পরিচালক জনাব মোঃ মহিব্বুল্লাহ।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৮ টার সময় জাহানপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠান হয়।
ফুড প্যাকেট পাওয়া স্থানীয় মোঃ আলী বলেন, মাহে রমজান মাসে কেউ আমাদের খোঁজ নেয়নি এলাকার সন্তান হিসেবে আমাদের পাশে দাড়িয়েছে, তার জন্য দোয়া করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি, এতে আমাদের মতো অসহায় মানুষের সেহরি ও ইফতার ভালোভাবে করতে পারবো। ফুড প্যাকেট পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।
ইসলামিক এডুকেশন সোসাইটি সহকারী পরিচালক জনাব মোঃ মহিব্বুল্লাহ বলেন, এই রমজানে অসহায় মানুষ অনেক কষ্ট করছে আমি এলাকায় গরিব অসহায় মানুষের খোঁজ নিয়ে তাদের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছি। যদিও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এসকল মানুষের খাদ্য অভাব দুর করার জন্য বৃত্তবানদের প্রতি আহবান জানান।
ফুড প্যাকেট বিতরন করার সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মাকসুদুর রহমান মোঃ লোকমান হোসাইন, জনাব আব্দুর রহমান, মোঃ মহিউদ্দিন প্রমুখ।
Very good post. I absolutely appreciate this website. Stick with it!