ডেস্ক নিউজ :
অদ্য ০৯/০৪/২০২২ইং তারিখে আনুমানিক ১১:২০ ঘটিকার সময় ইপিজেড থানাধীন বন্দরটিলা শাহাপ্লাজার সামনে রিকসা আরোহী যাএীদের লং ভেহীকল (লরী গাড়ি) যাহার রেজি নং- চট্ট- মেট্রো-ঢ ৬১-০১-৭৯ রিকসার পিছন থেকে চাপা দিলে ভিকটিম
১।মোঃ আবু ছালে সিকদার (২৮),পিতাঃ মৃত আবদুর রাজ্জাক সিকদার,মাতাঃ রহিমা বেগম,সাং-পূর্ব গোটাবাছা,থানাঃ পাথরঘাটা, জেলাঃ বরগুনা। বর্তমানে- মনির বিল্ডিং, আকমল আলী রোড, থানাঃ ইপিজেড, জেলাঃ চট্টগ্রাম। উপরোক্ত সদ্য মৃত ভিকটিমের ছেলে *ভিকটিম* আবদুল্লাহ আল-মমিন(০৯) মাস পিতাঃ সদ্য মৃত ভিকটিম পিতাঃ মৃত আবু ছালে শিকদার, মাতাঃ মনিরা আক্তার কলি,ঠিকানা- একই।সাথে সাথে স্পর্টে মারা যায়।এবং অপর ভিকটিম
৩। আবদুল্লাহ আল-মাহিন(০৪),গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যায় ইপিজেড থানা পুলিশ।
নোটঃ উপরোক্ত ভিকটিম সিইপিজেডস্থ এস কে ডি গার্মেন্টস কোয়ালিটি সেকশনে কাজ করিত বলিয়া জানা যায়। উক্ত লরী গাড়ী এবং রিকসা থানায় আটক আছে। লরী গাড়ীর ড্রাইভার পুলিশ হেফাজতে আটক আছে।এবং ঘটনাস্থলে উৎসুক জনতা ড্রাইভারের উপর ক্ষিপ্ত হইয়া মারধর করিলে লরী গাড়ির ড্রাইভার গুরুতর আঘাত প্রাপ্ত হয়।বর্তমানে উক্ত ড্রাইভার কে পুলিশ হেফাজতে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আইন গত ব্যবস্থা পক্রীয়াধীন। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
Very good post. I absolutely appreciate this website. Stick with it!