৩৭ বছরের রেকর্ড ভঙ্গ করে, সর্বপ্রথম
বারের মতো নারী বিপুল ভোটে জয়ী হলেন,
পটিয়া আইনজীবি সমিতির
নির্বাচনে শাহজাহান সভাপতি
সম্পাদক মিষ্ট
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় আইনজীবি সমিতির ২০২২ – ২০২৩
সালের কার্যনিবার্হী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে এড,এ কে এম শাহজাহান উদ্দিন ও সাধারণ সম্পাদক এড,মাহবুবা আজমিরী মিষ্টি
সহ-সভাপতি এড,খুরশিদ আলম, সহ সাধারণ সম্পাদক এড,জসিম উদ্দিন
ভোটে নির্বাচিত হয়েছেন। বিনাভোটে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন অর্থ সম্পাদক মো মহিউদ্দিন মুহিন, পাঠাগার সম্পাদক মো জমিউর আলম,
সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক তানজিনা জাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শ্রীকান্ত চৌধুরী,কার্যকরি সদস্য রনি চৌধুরী,
অনিক দে, মো রোকন উদ্দিন। গত বুধবার (৩০ মার্চ)
দুপুর ১২টা থেকে এক টানা ৫ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে আইনজীবি সমিতির
নির্বাচন শেষ হয়। এতে ১৪৭ জন ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি এ কে এম শাহজাহান উদ্দিন ভোট পেয়েছেন
৫২ ও প্রতিন্দ্বন্ধী প্রার্থী দীপক কুমার শীল ৫১ ভোট।
ভোট শেষে মুখ্য নির্বাচন কমিশনার
এড,জিতেন্দ্র লাল দত্ত,সহকারী নির্বাচন কমিশনার মিন্টু আচার্য্য ও সহকারী নির্বাচন কমিশনার মুনিরুজ জাহান মুন্নি ফলাফল ঘোষনা করেন।
অপর দিকে ৩৭ বছরের রেকর্ড ভঙ্গ করে সর্বপ্রথম নারী হিসেবে চট্টগ্রামের পটিয়ার আইনজীবি সমিতির ২০২২ সালের কার্যনিবার্হী পরিষদের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন।
সর্বপ্রথম পটিয়া বারের নির্বাচনে প্রখম বারের মতো নারী প্রাথী হিসেবে সাধারণ
সম্পাদক পদে এড,মাহবুবা আজমিরী মিষ্টি ভোট যুদ্ধ লড়াইয়ে ৭৭ ভোট পেয়ে
নির্বাচিত হন। এডভোকেট মাহবুবা আজমিরী মিষ্টি।তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার অর্ন্তগত
পটিয়া উপজেলার পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুর্নামধন্য সম্ভান্ত্র মুসলিম
পরিবারের কৃতি সন্তান ও মানবতার ফেরিওয়ালা মিষ্টি। তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা
মাহবুবুর রহমানের বড় মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছে নব-নির্বাচিত পটিয়া আইনজীবীর সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবা
আজমিরী মিষ্টির ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী মহিউদ্দিন আল কাদেরী (বাবু)।