আগামী ৭দিনের মধ্যে উন্নয়ন কাজ না শুরু করলে মোতোয়াল্লীর বাড়ি ঘেরাও হুঁশিয়ারি
হোসেন বাবলাঃ১৮মার্চ
নগরীর দক্ষিণ হালিশহরের ঐতিহ্যবাহী”সিমেন্ট ক্রসিং জামে মসজিদের পূর্ণ নির্মাণ ও সংস্কারের দাবিতে আজ ১৮ মার্চ শুক্রবার বাদ জুমা মসজিদের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে স্থানীয় এলাকাবাসী- মুসল্লি পরিষদের পক্ষে সাবেক কাউন্সিলর ও আঃ লীগ নেতা হাজী মোঃ আসলাম মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও মোতোয়াল্লীর উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী সপ্তাহে রমধ্যে উক্ত প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ/ সংস্কার বা পুর্ণ নিমা্র্ণ কাজ শুরু না করলে ,তা হলে আমরা সবাই কে নিয়ে মোতোয়াল্লীর বাড়ি ঘেরাও কর্মসূচি তে যেতে বাধ্য হব।
। এছাড়া মুসল্লি পরিষদ -স্থানীয় বাসিন্দা দের নিয়ে জেলা প্রশাসক ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব রতদের পত্র প্রদান করে মসজিদ কার্যক্রম পরিচালনা কমিটির মাধ্যমে পালনের সিদ্ধান্ত নিয়েই চালানোর ঘোষণা দেন।
হাজী মোঃ আক্কাস উদ্দিন সওদাগরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী মোঃ আবছার মেম্বার,আব্দুস সালাম, হাজী মোঃ শাহজামাল, হাজী মোঃ ইসমাইল হোসেন, হাজী মোঃ আখতার সওঃ।
সংগঠক মুঃ সাইফুর রহমান রনি র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ সেলিম রেজা, হাবিব উল্লাহ, আনোয়ার হোসেন বেলাল, মোশাররফ হোসেন রুবেল, মোঃ শাহানূর, আরমান, মোঃ জামাল উদ্দিন সহ এলাকাবাসী ও পঞ্চায়েত মুসল্লি পরিষদের অগণিত সদস্য কর্ম সূচিতে উপস্থিত ছিলেন।