ডেস্ক নিউজ :
বন্দর নগরী ইপিজেড এলাকায় কলসি দিঘী রোড বাদাম তলা সংলগ্ন কর্ণফুলী আইডিয়াল স্কুলে সকাল ৯ ঘটিকায় প্রতিষ্ঠান এর চেয়ারম্যান মো : জহির উদ্দিন উক্ত চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। এতে উপস্তিত ছিলেন কর্ণফুলী আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ইমরানুল হক সাইদ, স্কুল পরিচালক ডা : মামুনুল ইসলাম চৌধুরী, স্কুল সেক্রেটারী ও পরিচালক মো : মহিউদ্দিন, পরিচালক মো : ইমাম উদ্দিন,পরিচালক নরুল কবির বাবুল, হাফেজ মো : সেলিম উদ্দিন, আ: কাদের চৌধুরী, হাজী রফিকুল ইসলাম, সাংবাদিক হোসাইন, মাসুদ রানা, স্কুলের শিক্ষিকা শাম্মি আক্তার সুমি, রিফা আক্তার সহ অন্যান্য সদস্য বৃন্দ। চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন ডা:ইবনাত তাসনিব পিউলি এম.বি.বি এস (সি ইউ)মেডিকেল অফিসার মাদার এন্ড চাইল্ডকেয়ার হাসপাতাল জেনারেল ফিজিশিয়ান, প্যাসিফিক গ্রুপ এর মেডিকেল অফিসার ডা : মো : হুমায়ুন কবির (রাসেল)
এম.বি.বি.এস।
ক্যাম্পিং এ প্রায় ১০০ জনকে ফ্রি চিকিৎসা দেয়া হয়। ফ্রি চিকিৎসা নিতে পেরে এলাকার গরীব অসহায় মানুষ জন কৃতজ্ঞতা প্রকাশ করেন।