এম সফিকুল ইসলাম :
চরফ্যাশনে একনেকে নদীর তীর সংরক্ষণ এবং টেকসই বাঁধ নির্মাণ প্রকল্পে ১ হাজার ৯২ কোটি টাকা অনুমোদন
চরফ্যাশন মনপুরার সাংসদ যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি র একান্ত প্রচেষ্টায় আজ ২২ ফেব্রুয়ারী ২০২২ ইং, পরিকল্পনা কমিশনে একনেক সভায় চরফ্যাশন এর মুজিবনগর ও মনপুরা উপজেলার নদীর তীর সংরক্ষণ এবং টেকসই বাঁধ নির্মাণ প্রকল্পে ১ হাজার ৯২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন চরফ্যাশন মনপুরার সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষ। প্রকল্প অনুমোদনের খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতারা জানান চরফ্যাশন-মনপুরায় এযাবৎ কালের সর্ব বৃহৎ প্রকল্প অনুমোদন হয়েছে। একারণে সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় উপজেলা আওয়ামী লীগ ও সর্বসাধারণের পক্ষ হতে। এ প্রকল্পে
(মনপুরায় ১ হাজার ১৫ কোটি ৭০ লক্ষ ও
মুজিবনগরে ৭৭ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।
সর্বমোট মোটা ১ হাজার ৯২ কোটি ৭০ লক্ষ অনুমোদন হয় কমিশনের একনেক সভায়।