মোঃ ইসরাফিল, নিজস্ব প্রতিবেদক:
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ জাহানপুর ইউনিয়নের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন জানিয়ে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারে জাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান, নাজিম উদ্দিন হাওলাদার ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ১টি মিনিটে প্রথমে ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।
চেয়ারম্যান নাজিম হাওলাদার সহ অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ইউনিয়নের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, যুবলীগের সভাপতি জনাব জাফর ইকবাল শান্ত, যুবলীগের সেক্রেটারি নুর ইসলাম নাহিদ, ছাত্রলীগের সভাপতি সুমন পাটোয়ারী, ছাত্রলীগের সেক্রেটারি রিয়াজ হাসান পাটোয়ারী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুল ও সকল ইউপি সদস্যসহ বিভিন্ন দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।