এম সফিকুল ইসলাম- শশী ভূষণ প্রতিনিধি
ভোলা মাছুমা খানম স্কুলের শিক্ষক ইসমাইল হোসেন মনির এর উপর শনিবার ২২ জানুয়ারি সন্ধ্যায় অতর্কিত হামলা চালায় চিহ্নিত কতিপয় ক্যাডার।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান,
এলাকার প্রয়োজনে তার আবেদনে একটি বিদ্যুৎতের খুটি রাস্তায় বসানো হয় খাম্বাটি কিছুদিন পর কিছুটা বেকে গিয়ে প্রতিবেশী বিল্লালের দিকে বেকে যায়। এই খাম্বাটি সোজা করার জন্য ইসমাইল মাষ্টারকে চাপ দিতে থাকে। তিনি বিদুৎ অফিসে যোগা করে ব্যাবস্থা নিয়ার চেষ্টা করেন, কিন্তু কালক্ষেপণ না করে বিল্লাল তার জামাই ক্যাডার আরিফকে জানানের পর আরিফ এবং মোঃ আলী সহ ১০/১২ জনের একটি বাহিনী নিয়ে ইসমাইল মাষ্টারকে সন্ধায় গতিরোধ করে। বাকবিতন্ডার এক পর্যায় শিক্ষক ইসমালকে হেলমেটে ও ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে। পরে এলাকাবাসী আজ্ঞান অবস্থায় ভোলা সদর হাসপাতাল ভর্তি করেন।
তিনি এখন চিকিৎসাধীন আছেন।
ভোলা সদরের বিভিন্ন শিক্ষক সংগঠনের শিক্ষকরা মাছুমা খানম স্কুলের ক্যাম্পাসে এই বিষয়ে করনিয় ও মামলার সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন।
উঃ ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মিজানুত রহমান মিঠু।
কাচিয়া শাহমাদার স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন।
সহকারী শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি।
বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব।
এই ব্যাপারে ভোলা সদর থানায় মমলা দায়ের হয়েছে। শিক্ষক সমাজ এবং উপস্থিত সকলেই গ্রেপ্তার সহ সঠিক বিচার চান।