এম সফিকুল ইসলাম – শশী ভুষণপ্রতিনিধি:(ভোলা)
ভোলার দৌলতখানে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (20শে জানুয়ারী) দুপুরে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া ওই ব্যক্তির নাম কামরুল ইসলাম তানভির। তার বাড়ি লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কামরুল ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। আজ দুপুরের দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাংলাদেশ সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া মো: নোমানের বাড়িতে যান। এ সময় তিনি ভুয়া সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে নোমানের কাছ থেকে অর্থ দাবি করেন। পরে তার কথা – বার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। তার কাছ থেকে সেনাবাহিনীর লোগোসহ কিছু কাগজপত্র, সেনাবাহিনীদের কাপড়ের একটি মানিব্যাগ এবং একটি ক্যাপ পাওয়া যায়।