ডেস্ক নিউজ :
১৭ জানুয়ারি রোজ সোমবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম দারুল উলুম ফাতেমা মডেল মাদ্রাসায় জঙ্গি, সন্ত্রাস, মাদক, যৌতুক বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনমুলক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মোঃ আবু নাছের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ, মূখ্য আলোচক ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথি বলেন, জঙ্গি সন্ত্রাস দমনে সরকারের পাশাপাশি সচেতন মহলের এগিয়ে আসা জরুরী। তাই জঙ্গি দমনে দলমত নির্বিশেষে রাজনৈতিক, অরাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সকলে এক যোগে কাজ করতে হবে।
এই সময় ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন, জঙ্গি সন্ত্রাস দমন করতে হলে সচেতনতার বিকল্প নাই। আর এই সচেতনতা প্রচারে মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করানো সম্ভব হলে অনেকাংশেই জঙ্গি দমন সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এতে আরও বক্তব্যে রাখেন, ফাউন্ডেশনের অর্থ সচিব হাফিজুর রহমান, পরিচালক, শামসুন নাহার সামু, দারুল উলুম ফাতেমা মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন, ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলের শিক্ষক মোঃ জিয়াউল হাসান সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
এই সময় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।