হোসেন বাবলা:১৭নভেম্বর (বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমান বন্দরে ”করোনাভাইরাস” রোগের প্রাথমিক টেস্টের র্যা পিড পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে আজ ১৭নভেম্বর, বুধবার সকাল ১১টায় পতেঙ্গাস্থ বিমান বন্দরের প্রধান ফটকের সামনে ” নাগরিক জন উদ্যোগের আয়োজনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ওনগর আঃলীগ সহ-সভাপতি,সাবেক চসিক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন তার বক্তব্যে হুশিয়ারী দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনার পরও চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে র্যা পিড পিসিআর ল্যাব কেন স্থাপন করা হলো না তা চট্টগ্রামবাসী তথা সুবিধাভোগীরা-প্রবাসীরা তা জানতে চাই।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রবাসীদের বিশাল একটি অংশ রেমিডেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখলেও বর্তমানে করোনার ছোবলে ঢাকা সহ দেশের কয়েকটি বিমান বন্দরে র্যা পিড পিসিআর ল্যাব স্থাপন করলেও বিমান কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিপ্তর কেন চট্টগ্রাম বিমান বন্দরে এই উদ্যোগ টি নিতে পারেনি তা গতিয়ে দেখা অতিব জরুরী।
তিনি হুশিয়ারী করে বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে এই ল্যাব না বসালে চট্টগ্রামবাসী ও সুবিধাবঞ্চিত প্রবাসীদের সাথে নিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়,প্রবাসী মন্ত্রনালয় ও সিভিল এভিয়েশনের সামনে আমরণ অনশন করার ঘোষনা দিয়েছেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও বন্দর থানা আঃলীগ সাঃসম্পাদক হাজী মোঃ ইলিয়াছের সভাপতিত্বে প্রতিবাদী মানববন্ধন সমাবেশে আরো বক্তব্য রাখেন, সদস্য সচিব হাজী মোঃ হোসাইন, প্রবাসী স্থানীয় বাসিন্দা হাজী মোঃ নাছির আলম,প্রবাসী এয়ার মোহাম্মদ, কেন্দ্রিয় আঃলীগের শ্রম উপ কমিটির শ্রম সম্পাদক মোঃ জাহিদ হোসেন,৪১নং ওয়ার্ড আঃলীগ সহ-সভাপতি ওয়াহিদুল আলম মাস্টার, যুগ্ন সম্পাদক মোঃ সেলিম,ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ মাইনুল ইসলাম,আঃলীগ নেতা মোরশেদ আলম, সমীর মহাজন লিটন, মোঃজয়নাল আবেদীন,নগর ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন ইমু,পতেঙ্গা থানা ছাত্রলীগ সভাপতিআসিফ হোসেন ইমন,যুবলীগ নেতা মোঃ বেলাল হোসেন,সোহেল ও রিজবী প্রমুখ।
নেতৃবৃন্দরা অবিলম্বে চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমান বন্দরে র্যা পিড পিসিআর ল্যাব স্থাপনের জোর দাবি জানিয়েছেন আয়োজিত মানববন্ধন থেকে।