গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে গোবিন্দরপুর মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আব্দুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।জানা গেছে, তিনি লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পাশাপাশি সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০১ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর বাজার থেকে রুহুল আমিন নামের এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেয় রউফ। পথে ব্রিজের কাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে ওই স্থান পার হওয়ার সময় অতর্কিতভাবে আরিফ নামে এক যুবক রউফের মাথায় লোহার রড দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে,জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ জানান, নিহতের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে। আরিফ নামে এক যুবক আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করেছে বলে জানতে পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।