হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের গাবের তলের রেদওয়ান, রানীগঞ্জ ইউনিয়নের, বুরুজের পাড়ের নাসির ও উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের, উমানন্দ এলাকার ইমরান কে হুইল চেয়ার উপহার দিলেন, “সংযোগ কানেক্টিং পিপল” নামের একটি সংস্থা। উপহার হিসেবে হুইল চেয়ার পেয়ে, ৩ জনেই অনেক খুশি হয়েছেন, এবং তাদের জন্য দু-হাত তুলে দেয়া করেন। এলাকারবাসীর সুত্রে জানাযায় এই তিনজন ব্যাক্তি জন্মগত ভাবে প্রতিবন্ধী, তাদের চলাফেরা করতে পারেনা, তাদের অনেক কষ্ট হয়, এই খবর সংযোগ কানেক্টিং পিপল এর কুড়িগ্রামের সংযোজক রবিউল ইসলাম জানতে পারলে, সংযোগের প্রতিষ্ঠাতা আহমেদ জাবেদ জামাল ভাইকে জানান। তিনি জানতে পেরে দ্রুত হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। এভাবে সংযোগ কুড়িগ্রাম জেলায় অনেক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলার সংযোজক মোঃ রবিউল ইসলাম,অন্যান্য সদস্য- জাহাঙ্গীর আলম, শামীম আকতার, আবদুস সালাম, মিথুন জয়, সীমান্ত, সৌরভ, আলামিন, আলীমুল রাজী প্রমুখ উপস্থিত ছিলেন।