ডেস্ক নিউজ :
অনেক অনেক প্রশ্ন। ডিজিটাল আইডি কার্ড পাইনি, সেমিস্টার ফি দেইনি – পরীক্ষা কি দিতে পারবো? এখনো বই পাইনি, ক্লাস কখন হবে, কিভাবে নাম ও বয়স সংশোধন করবো, পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে পারবো কি? আরো কত কি। আঞ্চলিক পরিচালক অত্যন্ত ধৈর্য সহকারে শিক্ষার্থী ও অভিভাবকদের সকল অভিযোগ শুনেন এবং তাৎক্ষণিক তার সমাধান দেন।
চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের এমন আয়োজনে, উপস্থিত সবাই অভিভূত। যাওয়ার সময় এমন সেবা অব্যাহত রাখার অনুরোধও রেখে যান। গত ১০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ থেকে বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র অফিস এ ধরনের সেবা চালু করে। আজ শুক্রবার সেবা প্রার্থীদের সাথে আঞ্চলিক পরিচালক এর বিভিন্ন মুহুর্তের ছবি নিম্নে দেয়া হল।