ডেস্ক নিউজ :
র্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম জেলার সাতকানিয়া এলাকা থেকে আনুমানিক ২৯ লক্ষ টাকা মূল্যের ৯,৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক; মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ।
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ঢাকা দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১০ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ০০৪০ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ঢেমসা এলাকায় চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা কক্সবাজার হতে ঢাকাগামী ‘‘লন্ডন এক্সপ্রেস লিমিটেড” এর একটি বাসকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে বাসের চালক বাসটি র্যাবের চেকপোস্টের সামনে থামালে গাড়ি থেকে নেমে দুই জন ব্যক্তি দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ড্রাইভার ১। মোঃ এ কে আজাদ (৫৪), পিতা- মৃত হজরত আলী, সাং- খোন্তাকাটা, থানা- আমতলী, জেলা-বরগুনা, বর্তমানে- নন্দিপাড়া, থানা- বাসাবো, ঢাকা মহানগর এবং ২। মোঃ নাহিদ সিকদার সামি (২১), পিতা- মোঃ সিকান্দার সওদাগর, সাং-শাপলাপুর, নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার’দের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে নিজ হেফাজতে থাকা ব্যাগ তল্লাশী করে ৯,৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩২৬) জব্দ করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজসে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৯ লক্ষ টাকা।
৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।