ডেস্ক নিউজ :
অবহেলিত ও পশ্চাৎপদ হিজড়া সম্প্রদায়কে শিক্ষায় এগিয়ে নিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র ৩০/০৮/২১ ইং বিকেল ৩ ঘটিকায় আঞ্চলিক কেন্দ্রের অডিটোরিয়াম কক্ষে এক মত বিনিময় সভা আয়োজন করেন। ব্যাপক কর্মসূচির মধ্যে হিজড়া সম্প্রদায়ের ২ জনকে এইচএসসি প্রোগ্রামে ভর্তি করিয়ে এ কর্মসূচির উদ্ভোধন করেন চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো: বদরুল হায়দার চৌধুরী। এদের মধ্যে একজন সম্প্রতি শেষ হওয়া বিএসএস প্রোগ্রামে ভর্তি কাজ সম্পন্ন করেছেন। এছাড়া একজন এমবিএ, দুজন বাউবির ডিসিএসএ প্রোগ্রামে ভর্তির আগ্রহ দেখান। ভর্তির বিজ্ঞাপন প্রচারের পর আগ্রহী হিজড়াদের উক্ত প্রোগ্রামসমূহে ভর্তির কাজে সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
অনুষ্ঠানে হিজড়ারা শিক্ষাদীক্ষায় নিজেদেরকে এগিয়ে নেয়ার, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা এ বিষয়ে বাউবি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।সভায় বিভিন্ন স্থরের ১১ জন হিজড়া উপস্থিত ছিলেন। এতে আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী, সহকারী পরিচালক মোঃ আরেফ উল্লাহ ছাড়াও মনীষা মীম নিপুণ, জেরিন ও সেতুবালা হিজড়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সমাজের অবহেলিত হিজড়া ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে,বাউবির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়।