মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দায় ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের সাতবাড়িয়া নামক এলাকা তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মৈনম ইউনিয়নের পিড়রী গ্রামের মৃত কিশোরীর ছেলে হরিপদ (৪০) ,মান্দা সদর ইউনিয়নের দোসতি গ্রামের মৃত ফয়েজের ছেলে বাদল (৩০),আব্দুস সাত্তারের ছেলে আব্দুল লতিফ (২৮), গশেপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আবুল কাশেমের ছেলে টুটুল (৩৪)মৃত ছবি উদ্দিন মন্ডলের ছেলে আতাউর রহমান (৪৫), চক নন্দরাম গ্রামের মৃত ধীরেনের ছেলে স্বপন (৫২),মৃত রমেশের ছেলে সুনিল (৩৬) এবং পারইল গ্রামের মৃত হাইতুল্যার ছেলে আব্দুল হামিদ অার্মি (৪০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক,এসআই আতিউর রহমান,এসআই ইয়াকুব, মোমিন, এএসআই আসমাউল হক সঙ্গীয় ফোর্স সাদা পোশাকে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর পক্রিয়া চলছে।