ডেস্ক নিউজ :
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং (পিচ্চি বাবু গ্রæপ) এর ০৩ জন সক্রিয় সদস্য’কে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৭ আগস্ট ২০২১ ইং তারিখ ১৯২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে পিচ্চি বাবু গ্যাং এর সক্রিয় সদস্য ১। মোঃ আব্দুল হালীম সুজন প্রাঃ বাবু (২৩), পিতা- মোঃ হানিফ মিয়া, সাং- চরমটুয়া, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী, বর্তমানে- শহিদনগর, থানা- বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর, ২। মোঃ গিয়াস উদ্দিন (২৪), পিতা- মোঃ ইদ্রিস, সাং- কাঞ্চান নগর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- শিতল ঝর্ণা, থানা- বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর এবং ৩। মোঃ জুয়েল হোসেন (২০), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- রৌফবাদ, থানা- বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগরীদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ০১ টি নকল পিস্তল, ০২ টি চাকু উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পিচ্চি বাবু গ্রæপ এর সদস্য এবং দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।