শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার :
প্রত্যেক বছরের ন্যায় রংপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন। দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার ও পাঞ্জাবি, থ্রি-পিস উপহার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক জাকির হোসেন, এসময় উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি শরিফা বেগম শিউলী, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, দপ্তর সম্পাদক সাকিব উদ্দিন, কোষাধ্যক্ষ মেহেবুব পারভেজ সুমন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, সাহিত্য বিষয়ক সম্পাদক আবু তালেব, কার্যকরী সদস্য একেএম রহমতুল্লাহ অপু, আসাদুজ্জামান রিপন, শহিদুল ইসলাম, সদস্য সিয়াম হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।