সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
অদ্য ১৫ ই মার্চ ১৪ রমজান বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নগরীর এক্সেস রোডে মানজুমা প্যালেস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।এতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক।
উক্ত সংগঠন এর সভাপতি আলহাজ্জ্ব মোয়াজ্জেম হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ এর আয়োজক কমিটির আহবায়ক ও সমিতির সহ-সভাপতি জনাব সৈয়দ আতাউর রহমান কবির। তিনি বরিশাল বিভাগীয় সমিতির চট্টগ্রামের সর্বস্তরের সদস্যদের শারীরিক মানসিক আর্থিক সামাজিক সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন। আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় চার সাংগঠনিক অঞ্চলের পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আলী আরশাদ। যুগ্ম মহাসচিব জনাব জাকির হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম জহুরুল আলম, উপদেষ্টা মন্ডলির সদস্য প্রফেসর জনাব একে এম ফজলুল হক ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এটিএম তারেক।
উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব কে এম মোয়াজ্জেম হোসাইন, জনাব মেজবাহ উদ্দিন লাভলু, আলহাজ্ব রফিকুল ইসলাম মমিন, লায়ন আবুল কাশেম এম জে এফ, জনাব মাহমুদ আহমেদ, জনাব মোঃ সিরাজুল হক আনসারী। সভাপতি জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন এবং আতাউর রহমান কবির উভয়ের বক্তব্যেই বরিশাল বিভাগীয় সমিতির সর্বস্তরের সদস্যদের নিকট এবং এইসব কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডক্টর মোহাম্মদ আমিনুল হক সহযোগী অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি, চট্টগ্রাম। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকল সদস্যরাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে ইফতার করেন এবং এটি একটি বরিশালবাসীর মিলন মেলায় পরিণত হয়।