নিজস্ব প্রতিনিধি, বান্দরবান :
মনজুর আহসান২০২০ সালের ১লা জুন থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত সিআইডি ইন্সপেক্টর পদে মাদারীপুর জেলার মাদারীপুর থানায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত থেকে সৎ ও নিষ্ঠার সাথে মানব সেবায় কাজ করেন । জীবনের ঝুঁকি নিয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন । তিনি গত ২৯ জানুয়ারী ২০২৫ ইং চট্টগ্রাম রেঞ্জে বদলী সূত্রে যোগদান করার পর সেখান থেকে বান্দরবান জেলায় পদায়ন করা হয়। গত ১৭ ফেব্রুয়ারিতে অফিসার ইনচার্জ, রোয়াংছড়ি থানা পদায়ন করিলে তিনি গত ২৩শে ফেব্রুয়ারি রোয়াংছড়ি থানায় অফিসার ইনচার্জ হিসেবে নতুন কর্মসস্থলে যোগদান করেন।