বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তজুমদ্দিনে ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা তজুমদ্দিনের যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান আটক ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম ‘এর’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: সরকারি নিবন্ধন সনদ পেল পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার প্রগ্রেসিভ লাইফ ইনশিওরেন্স ইসলামি বীমা তাকাফুল প্রকল্পের আগ্রাবাদ সার্ভিস সেল চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়’র শুভ উদ্বোধন শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় বিদেশী মদ আমদানি করে খালাস কালে ২সদস্য কে আটক আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর” অস্বচ্ছল রোজাদারদের সহায়তায় এগিয়ে আসুন: মেয়র ডা. শাহাদাত আলহাজ্ব এম এ আজিজ এর উদ্যোগে আলেম ওয়ালামা, এতিম ছাত্র শিক্ষকগণের সন্মানে ইফতার মাহফিল

শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় বিদেশী মদ আমদানি করে খালাস কালে ২সদস্য কে আটক

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭.২০ এএম
  • ১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
৫ মার্চ সিএমপি’র বন্দর থানার মামলা নং-১১,তারিখ-
১৩/০৯/২০২৪ ইং,ধারা-কাষ্টমস অ্যাক্ট ২০২৩ এর ধারা-১৭১ এর উপ-ধারা (১) টেবিলের ক্রমিক ৫/৬/৯ তৎসহ 25 (B), The Special Power Act 1974, এবং ৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড এর মূলে পূর্বে গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তকালে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ গত ৩রা‌ মার্চ অনুমান ১১টার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় কাতারের দোহা পালানোর সময় আসামী ১। মোঃ আশরাফ হোসেন রাজু (৩৫)কে গ্রেফতার করে।
পরবর্তীতে আসামী মোঃ আশরাফ হোসেন রাজু এর তথ্যের ভিত্তিতে অত্র মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত অপর আসামী ২। খায়েজ আহম্মেদ @ আরিফ (৩০) কে একই তারিখ রাত অনুমান ১০টার সময় ফেনী সদর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ফেনী সদর থানাধীন খাজুরিয়াস্থ তোফা বাইক জোন নামীয় দোকান হতে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ করা হয়। আসামী মোঃ আশরাফ হোসেন রাজু কে জিজ্ঞসাবাদে জানা যায়, সে সিএন্ডএফ এজেন্ট HAFEEZ TRADING PVT. LTD এর প্রতিনিধি হিসাবে শিপিং এজেন্ট প্রতিষ্ঠান আটলান্টিক ইন্টারন্যাশনাল এর নিকট নিজ ছবি সম্বলিত ভুয়া নাম-ঠিকানাযুক্ত পরিচয় পত্র সহ আমদানি সংক্রান্ত জাল দলিলাদি দাখিল করে এবং উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ পূর্বক পণ্য চালানটি খালাসের অপচেষ্টা করে। অপরদিকে আসামী খায়েজ আহম্মেদ আরিফ আমদানীকৃত পণ্য খালাসের প্রয়োজনীয় ডকুমেন্ট সৃজনে তার সংশ্লিষ্টতার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। বর্নিত মামলার ঘটনায় কাস্টমস হাউজ, চট্টগ্রামের বিভিন্ন স্তরের একাধিক কর্মকর্তাদের নামে বরাদ্দকৃত The Automated System for Customs Data (ASYCUDA) World System Gi USER ID & PASSWORD এর সন্দেহজনক ব্যবহারসহ ASYCUDA World System এর সেকেন্ড লেয়ার নিরাপত্তা ব্যবস্থা (OTP) বিঘ্নিত হয়েছে মর্মে এতদবিষয়ে কাস্টমসের আভ্যন্তরীণ প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট পর্যালোচনায় জানা যায় যা যাচাই বাছাই অব্যহত আছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, মানি লন্ডারিং, চোরাচালান সংক্রান্তে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com