ডেস্ক নিউজ: মানব সময়
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যকরী কমিটির নির্বাচন আগামী দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল(২২অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, আগামী ২ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যকরী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। তবে মোঃ সাইফুদ্দিন নামের একজন আজীবন সদস্যের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করা হয়।এছাড়া নির্বাচন কমিশনার কিংবা অন্য কেউ মা ও শিশু হাসপাতালের কার্যকরী কমিটির নির্বাচন স্থগিত করার ব্যাপারে কথা বলতে চাই নি।