মোহাম্মদ ওসমান চৌধুরী,ইউ এ ই প্রতিনিধি :
সংযুক্ত আরব আমিরাত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমা ২০২৪ এর সুযোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত থেকে পাঁচদিনের মধ্যে পাসপোর্ট রি-ইস্যু করে দেওয়া হচ্ছে।বলে জানালেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
তিনি বলেন অ্যামিনেষ্টি ২০২৪ এর শুরু থেকে সাধারণ প্রবাসীদের সুবিধার্থে সকল তথ্য প্রদান করে আসচ্ছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরা ত।এবং এর ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রবাসী বাংলা দেশী বহু নাগরীক বৈধভাবা দেশটিতে বসবাস করার সুযোগ পাচ্ছে। বুধবার(২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আজমান পদ্মা রেস্টুরেন্টে
বাংলাদেশ সমিতি আজমান আয়োজিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত এর মান্যবার কনসাল জেনারেল বিএম জামাল হোসের সাথে মতবিনিময় ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এই তথ্য প্রদান করেন। উল্লেখ্য গত মাসের ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের পর্যন্ত আমিরাত সরকার দেশটিতে অবৈধ বাসিন্দাদের জেল জরিমানা ছাড়া নিজ দেশে চলে যাওয়া এবং জরিমানা মকূফ করে নতুন ভিসার মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছে। এদিকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের মান্যবার কনসাল জেনারেল বিএম জামাল হোসেন দীর্ঘ তিন বছর দুই মাস দুবাইতে নিয়েজিত বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন শেষে দেশ যাবার পাক কালে বাংলাদেশ সমিতি আজমানের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।মতো বিনিময় সভায় এসময় বিএম জামাল হোসেন বিগত দিনের কর্ম পরিধি নিয়ে সংগঠনের নেতৃবৃন্দগন আলোচনা করেন।