সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর মতবিনিময়
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, ছাত্ররাজনীতির যে চেতনায় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই চেতনায় এই দেশকে এগিয়ে নিতে ছাত্রদল কার্যকর ভূমিকা পালন করবে। গুপ্ত রাজনীতি সুষ্ঠু ধারার রাজনীতির পথে অন্তরায়। বুধবার (০২ অক্টোবর) বিকাল চারটায় নাসিমন ভবন নগর ছাত্রদল এর দলীয় কার্যালয়ে সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ইতিবাচক ও নৈতিবাচক দিক থাকলেও কলেজ প্রশাসনের সঙ্গে নানা বিষয়ে বোঝাপড়ার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তা অপরিহার্য। ছাত্র রাজনীতি না থাকলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হয় না। ফলে কলেজ প্রশাসন স্বৈচ্ছাচারী হয়ে উঠে এবং দুর্নীতিতে যুক্ত হয়। আমরা চাই হল গুলো খুলে দেয়া হোক। মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হোক। ক্যাম্পাসে সকল রাজনৈতিক দলের সহাবস্থান থাকলে কোন দল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেনা।
প্রধান বক্তা হিসেবে মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ফ্যাসিবাদী সরকারের অপরাজনীতির কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর মেধার অপমৃত্যু ঘটেছে। তারা সমাজের বোঝায় পরিণত হয়েছে।
সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর আহবায়ক মোঃ মেহেদী হাসান রায়হানের সভাপতিত্বে ও ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু ,ফখরুল ইসলাম শাহীন, সদস্য কামরুল হাসান আকাশ,কমার্স কলেজ ছাত্রদল এর সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী,যুগ্ম আহবায়ক আব্দুল মুরাদ ,মিজানুর রহমান,আকতার হোসাইন পলাশ প্রমুখ।