এম শফিকুল ইসলাম:
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চরফ্যাশন কারামতিয়া কামিল ( এম, এ) মাদ্রাসার ২০২৪ সালের দাখিল ও ২০২২ সালের ফাযিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি সকালে ওই মাদরাসার হলরুমে দোয়া ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন কারামতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন আখন।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র মো : মোরশেদ, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ,চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির সরমান, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন ও চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান তুহিন প্রমুখ