নাম: মোঃ শাকিল (২০)। বাবাঃ বাবুল কাজী, মাতাঃ পারভীন বেগম। ঠিকানাঃ শিকলবাহা, কর্ণফুলী, চট্রগ্রাম। জিডি নং:-২৫, কর্ণফুলী থানা। চট্টগ্রাম। তারিখ:১/১০/২৩ ইং
একটি নিখোঁজ সংবাদ, আমার ছোট ভাই গত ২৯/৯/২৩ ইং সকাল ৮ ঘটিকায় বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সর্বত্র খোঁজ করেও এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিড়ি নং-২৫। কোন হ্রদয়বান ব্যাক্তি কোথাও দেখে থাকলে অথবা সন্ধান পেয়ে থাকলে নিন্মের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হল। আপনাদের সুবিধার্থে জানানো যাচ্ছে যে,সে নিখোঁজ হওয়ার পূর্বে ৫/৬ মাস ধরে মানষিকভাবে অসুস্থ ছিলো।তবে নিখোঁজ হওয়ার সময় কিছু টা স্বাভাবিক ছিলো। মানবিক দৃষ্টিকোণ হতে চিন্তা করে নিখোঁজ হওয়া ছেলেটিকে কেও কোথাও দেখতে পেলে তার পরিবারের নিকট সংবাদটি পৌঁছে দেয়ার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। যোগাযোগ:- হুমায়ুন: ০১৭৩১৬৬৬৫৯২। আলী:০১৭৫০০৫১৪৪০