বাবুল মিয়া বাবলা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামুন, সীতাকুণ্ডকে আধুনিক সীতাকুণ্ড হিসাবে গড়ে তুলবো সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ বদিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুরাদপুর ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক আতিকুল মন্নান জামশেদ, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লা মিয়াজী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক পিপি অ্যাডভোকেট ভবতোষ নাথ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত উল্লাহ ও সেকান্দর হোসাইন।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী বৃন্দ ।