বাবুল মিয়া বাবলা,সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন এর সমর্থনে সীতাকুণ্ড উপজেলা ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামীলী ও অঙ্গ সংগঠনের উদ্যেগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় শীতলপুরের গামারীতলা এলাকায় অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কর্মী সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আলম চৌধুরী,
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: মনির আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল উদ্দিন, শ্রমিক লীগ নেতা মাহবুবুর আলম,
উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: ইসমাইল, ইফতেখার আলম সবুজ, মোঃ শাহবউদ্দিন, সেলিম উদ্দিন, মানিক, ইয়াকুব মেম্বার, মাস্টার মাহবুবুর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।