ক্রীড়া প্রতিবেদক:৭ নভেম্বর
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে মাঠে গড়িয়েছে সিজেকেএস ও সিডিএফ আয়োজিত অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স প্রথম বিভাগ ফুটবল লিগ-২০২৩।
বেলুন উড়িয়ে এবং উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সা:সম্পাদক ও সাবেক সিটি মেয়র , বিসিবির পরিচালক আ.জ.ম নাছির উদ্দিন।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক ফুটবল সম্পাদক ও নির্বাহী সদস্য মোঃ ইউসুফের সঞ্চালনায় ও সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার প্রবীনর মিত্র, চট্রগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া আলহাজ্ব আলী আব্বাস,সহ-সভাপতি ও অতিরিক্ত সা: সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সহ -সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহাছানুল হায়দার চৌধুরী (বাবুল), এড.শাহীন আফতাবুর রেজা,সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী,ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী,
এছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোঃজাহাঙ্গীর,সিডিএফএ কোষাধ্যক্ষ মো. শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, শাহাজাদা আলম , মো. দিদারুল আলম, গোলাম মহিউদ্দীন হাসান, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, সিডিএফএ যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দীন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর রাশেদুর রহমান মিলন, মো. জাফর ইকবাল, মো. জাহেদ হোসেন, সরওয়ার আলম চৌধুরী মনি, রায়হান উদ্দীন রুবেল, সাইফুল আলম খান, এস এম ইকবাল মোর্শেদ, এনএইচটি হোল্ডিংস লি: এর এমডি সৈয়দ মো. তানসীর।
সিজেকেএস সিডিএফএ চট্টগ্রাম১ম বিভাগ ফুটবল লিগের উদ্বোধনী দিনে খেলায় খেলায় ০-২গোলে বিসিআইসি ক্রীড়া সংসদ কে পরাজিত করে শুভ সূচনা করেছে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মশিউল আলম সপ্বনের টিম লিগের নবাগত কে এম স্পোটিং ক্লাব।
লিগে অংশগ্রহণ করা দলসমূহ হচ্ছে বিসিআইসি ক্রীড়া সংসদ, রাইজিং ষ্টার ক্লাব, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, কল্লোল সংঘ, চট্টগ্রাম জেলা পুলিশ, বাকলিয়া একাদশ, ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং কে.এম.স্পোর্টিং ক্লাব।