ডেস্ক নিউজ:
নগরীর বন্দর থানাধীন হালিশহর আনন্দবাজার আউটার রিং রোডের বে-টার্মিনালের সাগর পাড়ের বালির উপর থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৪/৩৫ বলে জানা গেছে।
গত রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিতd করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
তিনি বলেন, ‘গত(২৩ এপ্রিল)রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হালিশহর আনন্দবাজার আউটার রিং রোডের বে-টার্মিনালের সাগর পাড়ে বালির উপর থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছি। পুরো শরীরে পচন ধরে যাওয়ায় তার মুখ বিকৃত হয়ে গেছে। তবে তার ডান হাতে একটি সোনালী রঙের চুরি, ২টি কানের দুল ও গলায় ১টি পুঁতির মালা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগেই তাকে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহ শনাক্ত করার জন্য ফিঙ্গার নেয়ার চেষ্টা করেছি। কিন্তু আলামতগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমরা ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করেছি। তবে কেউ যদি সম্প্রতি কোন নারীর নিখোঁজ সংক্রান্ত থানায় জিডি করে থাকেন, তাকে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এ ঘটনায় আমরা হত্যা সংক্রান্ত অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।