ক্রীড়া ডেস্ক:
আসন্ন মহানগরী ক্রীড়া সংস্থার কে এম কিশোর লিগে অংশ নিতে বাছাই করা হালিশহর একাদশ ক্লাবের কিশোর ফুটবলারদের অনুশীলন- প্রীতি ফুটবল ম্যাচে ক্লাব একাডেমির আওতায় পাইনিওয়ার(যুব)
একাদশ ট্রাইবেকারে৪-৩গোলে কিশোর ফুটবল টিম কে পরাজিত করেছে।
০৯ ডিসেম্বর ,শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলাটি ০-০গোলে ড্র হয়েছে।
খেলা শেষে উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করেন ক্লাবের ফুটবল উপ-কমিটির প্রধান কর্মকর্তা দেলোয়ার হোসেন, আহ্বায়ক ও টিম ম্যানেজার,সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা,কোচ মোঃ আসলাম, সহকারী কোচ মোঃ মামুন কে টিমের অনুশীলন জার্সি প্রদান করা হয়।
এসময় টিম সদস্য মোঃ মহিউদ্দিন, ফরহাদ হোসেন, সমন্বয়কারী আমীর হোসেন, রাহাত হাসান ও সোলাইমান উপস্থিত ছিলেন।
কাল শনিবার বিকেলে লিগের প্রস্তুতি স্বরূপ ক্লাবের কিশোর ফুটবলারদের ২য় ম্যাচ ৩য় বিভাগ ফুটবলারদের সাথে অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে।