নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে।
গতকাল (৭ ডিসেম্বর) বুধবার দিবাগত রাতে উপজেলার শশীভুষন থানার চেয়ারম্যান বাজারের গরুর হাট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মজির উদ্দিন (২৭), আবু মিয়া (৪৫ ), শেখ ফরিদ (৩৫), হারুন মাতাব্বর (৩৫), জাহাঙ্গীর (৫০)।
শশীভূষন থানার এএসআই সমেছ আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষন থানার একটি টিম অভিযান চালিয়ে চেয়ারম্যান বাজারের গরুর হাট জুয়াড় আসর থেকে তাদেরকে আটক করে ১ হাজার ৯৮৫ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়।