তপু মাঝিঃ
ঝালকাঠিতে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩নং নবগ্রাম ইউনিয়ন শাখায় পালিত হচ্ছে দেশের সংগ্রামের ইতিহাস গর্বের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।
গত ২৩ জুন বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় ৩নং নবগ্রাম ইউনিয়ন শাখার আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথিঃ যুগ্মসাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ঝালকাঠি ও চেয়ারম্যান ৩নং নবগ্রাম ইউনিয়ন পরিষদ, জনাব মজিবুল হক আকন্দ, বিশেষ অতিথিঃ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগ, জনাব ডা: পরিতোষ হালদার, সভাপতিত্ব করেন সভাপতি (ভারপ্রাপ্ত) নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মজিবুর রহমান মোল্লা (মনু), সঞ্চালনায়, সাধারণ সম্পাদক নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ আব্দুল মান্নান তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগ, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন লাভলু, ঝালকাঠি সদর উপজেলা শাখার যুবলীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম সেন্টু সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দুরা।