হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ লাখাই রোডে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। বুধবার (২২ জুন) শহরের রিচি বামকান্দি এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।
বিদিশা বলেন, বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি একটি শক্তিশালী টিম গঠন করেছি।
এসময় তিনি জাপা নেতাদের যার যার অবস্থানে থেকে সাহায্য-সহযোগিতা চালিয়ে যাওয়ার নির্দেশও দেন। তিনি আরও বলেন, এটি চলমান প্রক্রিয়া। ত্রাণ কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, বিদিশা এরশাদের আইন ও রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব সিকদার আনিসুর রহমান, হাবিবুল হাসান, কেন্দ্রীয় দফতর সম্পাদক নাফিজ মাহবুব প্রমূখ।