ক্রীড়া ডেস্ক:
১০জুন নগরীর ইপিজেডের দক্ষিণ হালিশহরে মরহুম আবুল কালাম স্মৃতি আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট ১০জুন শুক্রবার সকাল ১০টায় উদ্বোধন করেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ও সিজেকেএস দাবা কমিটির সহ সম্পাদক প্রকৌ: এমন,এম তারেক।
এসময়ে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, প্রফেসর মহসীন জামাল পাপ্পু।
সভাপতি নুরুল কবির মূসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ জুবায়ের বশর, শিক্ষক মোঃ মোস্তফা, সংগঠক মোঃ কামরুল ইসলাম, সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ, মোঃ শামীম আহমেদ, নুরুল ইসলাম ঈসা, কবি নিজাম, শামসুল আলম । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সংগনঠক ও সাংবাদিক বাবুল হোসেন বাবলা।
৭রাউন্ড খেলা শেষে বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ক্লাবের উপদেষ্টা হাজী সাহাব উদ্দিন , নুরুল আমিন সোহেল, সিসিপির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সাচ্চু, শিক্ষা অনুরাগী ও চাঁদের হাট জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন প্রমুখ।
শুক্রবার সন্ধ্যায় এক জন উদিয়মান তরুণ প্রজন্মের দাবাড়ু সহ ১২জন কে প্রাইজমানি,ক্রেস্ট উপহার প্রদান করা হয়েছে। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইফতেখার আলম,২য় প্রদান মজুমদার আহাম্মদ হোসেন,৩য় রাফি ইসলাম,৪র্থ নাসির হোসেন,৫মকে,এম শাহিন,৬ষ্টসাইফুল আজম,৭ম রাব্বি সেলিম,৮ম সজিব দাশ,৯ম আজিজ উদ্দিন,১০ম আসিফ,সেরা ক্লাবখেলোয়াড় আঃ হামিদ, তরুণ প্রজন্মের দাবাড়ু পুরস্কার লাভ করে সজীব বিশ্বাস।